আমরা সাতজন শরীক হয়ে একটি গরু কুরবানী করব। এ কুরবানীর গোশত বণ্টন সংক্রান্ত একটি প্রশ্ন হল, জবাইয়ের পর পুরো গরু কাটাকাটি শেষ হতে অনেক সময় লেগে যায়।
এজন্য আমরা চাচ্ছি, কিছু গোশত কাটা হয়ে গেলে তা ভাগ করে রান্নার জন্য নিয়ে যাব। মূল বণ্টনের আগে এভাবে গোশত নিতে পারব কি? জানিয়ে বাধিত করবেন।
হাঁ, গোশত বানানোর কাজ শেষ হওয়ার আগেও শরীকগণ চাইলে নিজেদের অংশ অনুযায়ী কিছু গোশত ভাগ করে নিতে পারবে। এতে কোনো অসুবিধা নেই।
মন্তব্য করুন